প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০১ এএম
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার জানিয়েছেন, আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দিতেই তার এই সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ার জার্সিতে ৬৫ ম্যাচ খেলে স্টার্ক শিকার করেছেন ৭৯ উইকেট, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার সেরা বোলিং রেকর্ড।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টার্ক। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, “টেস্ট ক্রিকেট সবসময় আমার কাছে সবচেয়ে প্রাধান্য পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, সবসময় স্মরণীয় হয়ে থাকবে।”
২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়ার সামনে একের পর এক বড় টেস্ট সিরিজ ও অ্যাশেজ অপেক্ষা করছে। সেই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সেরা ফর্মে থাকতে চান স্টার্ক। তাই নিজের শরীর ও পারফরম্যান্স ঠিক রাখতে এখনই টি-টোয়েন্টিকে বিদায় বললেন তিনি।