কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:১৭ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম দিদার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ মোহাম্মদ দোলন, যুবদল নেতা এমরান হোসেন মুরাদ, শ্রমিক দলের সভাপতি মো. আজাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সেলিম, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন মাহমুদ, কৃষক দলের আহ্বায়ক মো. আজাদ উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া এবং উপকূল কলেজ ছাত্রদলের আহবায়ক হাসনাত জামান তামিম, যুগ্ম আহবায়ক মাসুদ প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মাতৃভূমির খবর