ইস্তিগফারের শক্তিআল্লাহর দিকে ফিরে আসার সহজতম পথ
“আস্তাগফিরুল্লাহ”—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে বিশাল এক শক্তি। ইস্তিগফার মানে শুধু গুনাহ মাফ চাওয়া নয়; এর গভীরে আছে ঢেকে দেওয়া, সুরক্ষা দেওয়া এবং পরিণতি থেকে মুক্তি পাওয়া। একজন বান্দা যখন আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহর কাছে দোয়া করে—“হে আল্লাহ, আমার গুনাহ ঢেকে দিন, এর ক্ষতি