এই দুটি জিনিস আপনাকে নিশ্চিত সুখ এনে দেবে
আমার মনে হলো আমাদের আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া দরকার। আর তা হলো—আমরা এখানে কেন? আমাদের জীবনের উদ্দেশ্য কী? আপনারা শুনেছেন আমাদের প্রিয় শায়খ সাজ্জাদ সূরা আয-যারিয়াত থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছেন:
“ফা-যাক্কির, ইন্নাজ-যিকরা তানফাউল মু’মিনীন”—
অর্থাৎ, হে মুহাম্মাদ, তাদের স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই স্মরণ করানো মুমিনদের উপকারে আসে।
এরপর