ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়
ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নাট্যদল ঢাকা পদাতিক মঞ্চে নিয়ে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। নাটকটির মূল রচনা ও নির্দেশনা করেছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।
আগামী ২৬ আগস্ট