শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:১৫ এএম

ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৯তম মঞ্চায়ন শিল্পকলায়

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নাট্যদল ঢাকা পদাতিক মঞ্চে নিয়ে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। নাটকটির মূল রচনা ও নির্দেশনা করেছিলেন প্রয়াত একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

আগামী ২৬ আগস্ট সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৩৯তম প্রদর্শনী মঞ্চস্থ হবে। এর আগে ২৪ ও ২৫ আগস্ট মহড়া চলবে। নাটকটি ইতোমধ্যেই নাট্যপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং দর্শকের কাছেও বিশেষ আবেদন তৈরি করেছে।

গত বছর দিল্লিতে আন্তর্জাতিক অঙ্গনে নাটকটির দুটি প্রদর্শনী হয় এবং সেখানেও ব্যাপক প্রশংসা কুড়ায়। নবনির্দেশনা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ট্রায়াল অব সূর্যসেন ব্রিটিশবিরোধী আন্দোলনের ওপর ভিত্তি করে একটি ঐতিহাসিক নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন মাসুম আজিজ ভাই। তাঁর প্রয়াণের পর নাটকের কিছু অংশে প্রয়োজনীয় অলংকরণ করে আমি নতুনভাবে নির্দেশনার কাজ করেছি। এই নাটকে মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি আমি নিজেই। ঐতিহাসিক এই নাটক এখনকার তরুণ প্রজন্মের অবশ্যই দেখা উচিত।

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— সূর্যসেন, কল্পনা দত্ত, তারোকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল প্রমুখ।

অভিনয়ে অংশ নিচ্ছেন— নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, রবিউল মিলটন, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, আল আমিন স্বপন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদ, জাহিদ, নূরসহ অনেকে।

নাটকের আলোক পরিকল্পনা করেছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনা আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন শ্যামল হাসান। উল্লেখ্য, নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল ২০১৮ সালের ১৮ জানুয়ারি। 

মাতৃভূমির খবর

Link copied!