শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৫০ এএম

মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বহিষ্কারাদেশ আজ থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। 

মাতৃভূমির খবর

Link copied!