শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৬:৪৭ পিএম

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৮৫ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও এসব অভিযানে একটি একনলা বন্দুক, ৬টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি, ৩টি পুরাতন পাইপগান ও ৬টি ছুরি ছাড়াও ২টি বার্মিজ চাকু, একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

মাতৃভূমির খবর

Link copied!