শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৩:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল (৩৮) ও বিল্লাল হোসেনকে (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎‎রবিবার (১৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল আলীপুল এলাকার একটি পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে রাসেলকে ধরা হয়। পরবর্তীতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে জিপারযুক্ত একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। রাসেল আদমজী কদমতলী গ্যাসলাইন এলাকার বাসিন্দা মহারাজ তালুকদারের ছেলে।

‎অন্যদিকে একি দিন রবিবার দিবাগত রাত ১টার দিকে শিমরাইল কাঁচপুর ব্রিজের নিচে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।

‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম দৈনিক মাতৃভূমির খবর-কে জানান, মাদকবিরোধী কার্যক্রমে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার ১৮ আগস্ট ২০২৫ আদালতে পাঠানো হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!