প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৬:৫৪ পিএম
মিয়ানমারে আগামী ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল জান্তা সরকার।
সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন কমিশনের এক বিবৃতিতে নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়েছে।
এদিকে আজ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনের জন্য নিবন্ধন করেছে প্রায় ৫৫টি দল। তাদের মধ্যে ৯টি দল দেশব্যাপী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।
মায়ানমারের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি পার্লামেন্টের জন্য বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ চলতি বছরের ২৮ ডিসেম্বর (রোববার) শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।
২০২১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকার ছিল। সেসময় অং সান সুচির বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলে দেশটির সামরিক বাহিনী। পরে তাদের হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধ এখনো চলমান।
বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের মূল লক্ষ্য হচ্ছে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের ক্ষমতা ধরে রাখা। তিনি প্রেসিডেন্ট, সামরিক প্রধান অথবা নতুন কোনও পদে থেকে নিজের প্রভাব বজায় রাখবেন।
এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এটি কেবল সামরিক শাসনকে নতুনভাবে বৈধতা দেওয়ার চেষ্টা। সেখানে কয়েক বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সে যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই সংঘাতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের কবলে পড়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি।