শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০২:১৪ পিএম

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এসময় বিমানটির ককপিটে দুজন পাইলট ছিলেন। তারা নিরাপদে বেরিয়ে এসেছেন।

এক বিবৃতিতে রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এফ/এ-১৮ডি হর্নেট মডেলের সামরিক যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। পাহাংয়ের কুয়ানতানের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স বলেছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য জানানো হবে। জনসাধারণকে ঘটনা সম্পর্কে অনুমান বা অযাচাইকৃত প্রতিবেদন না ছড়ানোর জন্যও অনুরোধ করেছে বাহিনীটি।

পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমান নিশ্চিত করেছেন, পাইলট দুজনেই নিরাপদে আছেন এবং তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এরপরই বিকট শব্দ হয়। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে পড়েন।

মালয়েশিয়ান এয়ার ফোর্সের কাছে ৮টি টুইন-ইঞ্জিনযুক্ত এফ/এ-১৮ডি হর্নেট রয়েছে। যা তারা ১৯৯৭ সালে নিজেদের বহরে যুক্ত করেন।

মাতৃভূমির খবর

Link copied!