প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:২৮ এএম
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬১ হাজার ৮২৭ জনে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আনাদোলু।
দৈনিক আপডেটে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত ও ৩৬৯ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে।
এ ছাড়া, ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ থাকায় দুর্ভিক্ষে প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ এক কিশোরী কন্যা অনাহারে মারা গেছে। এ নিয়ে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে, যার মধ্যে ১০৭ জন শিশু।
অব্যাহত বিমান হামলা এবং উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা নিহত ও আহতদের কাছে পৌঁছাতে এখনও সংগ্রাম করছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় একাই ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছেন।