শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৬১,৮২৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:২৮ এএম

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৬১,৮২৭

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬১ হাজার ৮২৭ জনে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আনাদোলু।

দৈনিক আপডেটে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত ও ৩৬৯ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জনে।

এ ছাড়া, ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ থাকায় দুর্ভিক্ষে প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ এক কিশোরী কন্যা অনাহারে মারা গেছে। এ নিয়ে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে, যার মধ্যে ১০৭ জন শিশু।

অব্যাহত বিমান হামলা এবং উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা নিহত ও আহতদের কাছে পৌঁছাতে এখনও সংগ্রাম করছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় একাই ১০ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত ও ৪৩ হাজার ২৩৪ জন আহত হয়েছেন।

মাতৃভূমির খবর

Link copied!