প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:০৬ এএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ওয়াকিটকি ক্রয়ে বড় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে এ কাজ পায় বলেও জানা গেছে।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে।
দুদক জানায়, ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি। বিষয়টি বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকিউরমেন্ট সম্পর্কিত সব নথি চাওয়া হয়েছে।
দুদকের এনফোর্সমেন্ট টিম নথি যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে।