শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ডিএমপির বিশেষ অভিযানে ৪১ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০১:০২ পিএম

ডিএমপির বিশেষ অভিযানে ৪১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ অভ্যাসগত অপরাধী।

আদাবর থানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. শাহাদৎ হোসেন খান (২০), মো. জুয়েল রানা (২৭) এবং রাসেল মোল্লা (৪৫)।

মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে ১১ জনকে। তারা হলেন—ইফতান (২৭), ইসমাইল (২৩), শামীম (৩০), মোজাফফর (৫৫), অপূর্ব (১৯), কোরবান (১৯), হৃদয় (২৩), আরমান (২৩), ওয়াসিম (৩১), রিফাত (২৭) ও রায়হান কবির (৩১)।

তেজগাঁও থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চারজনকে—আনোয়ার হোসেন (৪০), রাসেল মিয়া (২৭), মো. ইনতাজ (২১) ও নুপুর ওরফে লিজা (২৩)।

তেজগাঁও শিল্পাঞ্চল থেকে গ্রেপ্তার হন আরও তিনজন—মো. নিয়ামত আলী (৭২), মো. রেজাউল করিম পাটোয়ারী (৪৯) ও রিয়াদ মুন্সী (১২)।

হাতিরঝিল থানার অভিযানে ধরা পড়েন পাঁচজন—মো. শুভ (১৯), মো. মোবারক উল্লাহ (২৭), রনি দাস (২৬), বাবু হাওলাদার ওরফে এম্পল বাবু (৩৮) এবং মো. আওয়াল চৌকিদার অভি (২৯)।

সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে শেরেবাংলা নগর থানার অভিযানে। এখানে বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়। তারা হলেন—শফিউর (৪৫), মামুন (৩৩), রমজান (২২), জসিম (২৯), শামীম (২২), মারুফ (২৯), মিজান (২৮), জুয়েল (২৩), রায়হান (২৫), আলামিন (১৯), মুছা (২০), ফারহান (২০), কালু (২৫), শাকিল (২১) ও রাফসানুল (১৯)।

ডিএমপি জানিয়েছে, এসব অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মাতৃভূমির খবর

Link copied!