শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:৩৭ এএম

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা সড়কের ওপর একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে ট্রাভেল ব্যাগ খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মরদেহ।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোসাব্বির হোসেন বলেন, ‘ব্যাগে পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি-ভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে। আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে জড়িতদের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।’

মাতৃভূমির খবর

Link copied!