শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফারুকী আশঙ্কামুক্ত, দোয়া চাইলেন তিশা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৮:৪৫ এএম

ফারুকী আশঙ্কামুক্ত, দোয়া চাইলেন তিশা

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।

তিশা জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, কক্সবাজারে ৫ দিনের সফরে গিয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য তাকে  রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন জানান, শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সফরে কক্সবাজার আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জানা যায়, শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তার সফর বাতিল করা হয়। এরপর স্থানীয় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসার সময় তার শরীর থেকে প্রচুর ঘাম বের হতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত একাধিক অনুষ্ঠানের তার যোগ দেওয়ার কথা ছিল।

মাতৃভূমির খবর

Link copied!