শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আমার অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ব্যবহার করছেন : প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:২৭ পিএম

আমার অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ব্যবহার করছেন : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে অভিনয়ে যুক্ত রেখেছেন। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব। এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্রাকারস’ নামের একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। 

এসব ছবি তারা নিজেদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রভা বলেন, “ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই।

তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।”

সতর্ক করে প্রভা বলেন, “আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না।
সাবধান হয়ে যান!”

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা কবির ইসলাম বলেন, “আমি বিষয়টি জানি না।

এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।” পরে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন প্রভা।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত। নিউ ইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

মাতৃভূমির খবর

Link copied!