শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

‘বাজি’ দিয়ে কোক স্টুডিও বাংলার ফেরার খবর এলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৫:০৯ পিএম

‘বাজি’ দিয়ে কোক স্টুডিও বাংলার ফেরার খবর এলো

এক বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শ্রোতাদের। বহুদিনের নীরবতা ভেঙে আবারও হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসছে ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের পরবর্তী গান মুক্তি পেতে যাচ্ছে।

২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম। ইতিমধ্যে তিনটি গান প্রকাশ পেয়েছে। সর্বশেষ গান ‘অবাক ভালোবাসা’ প্রকাশিত হয় গত বছরের ২৫ মে। এরপর থেকে টানা নীরবতায় ছিল জনপ্রিয় এই মিউজিক প্ল্যাটফর্ম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের বাকি সময়ে আরও ছয়টি গান প্রকাশ পাবে। যেখানে দেশের তারকা শিল্পীদের পাশাপাশি থাকবেন উদীয়মান প্রতিভারাও। থাকছে সৃজনশীলতার বৈচিত্র্য, প্রাণবন্ত পরিবেশনা ও চমকপ্রদ আয়োজন।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, আবারও শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির ঐতিহ্যকে সবচেয়ে সৃজনশীলভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত, যা আমরা দর্শকদের সামনে তুলে ধরার অপেক্ষায় আছি।”

মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বললেন, ‘এই সিজনে প্রতিভাবান শিল্পীদের একত্র করা হয়েছে। তাঁরা মিলে দারুণ কিছু সৃষ্টি করেছেন। প্রতিটি গান তৈরির সময় আমরা যে আবেগ ও আনন্দ পেয়েছি, শ্রোতারাও তা অনুভব করবেন বলে বিশ্বাস করি।’

স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানগুলো। ফলে বাংলাদেশের সংগীত আবারও দেশের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হবে বিশ্বজুড়ে।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশ হয়েছিল ১০টি গান। সেই মৌসুমই এই প্ল্যাটফর্মকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়।

মাতৃভূমির খবর

Link copied!