প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:১২ পিএম
সক্ষম পুরুষদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া ওয়াজিব। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) একবার নবীজি (সা.)-এর দরবারে আরজ করলেন, ‘হে আল্লাহর রাসুল, মসজিদে হাত ধরে নিয়ে যাওয়ার মতো আমার উপযুক্ত কোনো মানুষ নেই। তা ছাড়া মদিনায় প্রচুর হিংস্র প্রাণী (সাপ-বিছা-নেকড়ে প্রভৃতি) রয়েছে (মসজিদের পথে অন্ধ মানুষের ভয় হয়)। সুতরাং আমার জন্য ঘরে নামাজ পড়ার অনুমতি হবে কি? নবীজি (সা.) তার ওজর শুনে তাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিলেন। তিনি চলে যেতে উদ্যত হলে নবীজি (সা.) তাকে ডেকে বললেন, কিন্তু তুমি কি আজান ‘হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ’ শুনতে পাও। তিনি উত্তরে বললেন, জি, হ্যাঁ। নবীজি (সা.) বললেন, তা হলে তুমি (মসজিদে) উপস্থিত হও, তোমার জন্য কোনো অনুমতি পাচ্ছি না।’ (মুসলিম, আবু দাউদ)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সেই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ, যে আজান শুনেও জামাতে উপস্থিত হয় না।’ (মাজমাউজ জাওয়াইদ)
তবে কিছু অসুবিধার কারণে জামাতে না গেলে গুনাহ হবে না। তা হলো—১. অসুস্থতা ২. হাত-পা কেটে যাওয়া ৩. অন্ধ হওয়া ৪. প্যারালাইজড হওয়া ৫. মাত্রাতিরিক্ত দুর্বলতা ৬. অধিক বৃষ্টি ৭. রাস্তা কর্দমাক্ত হওয়া ৮. অতিমাত্রায় শীত পড়া ৯. ভয়ানক অন্ধকার হওয়া ১০. সম্পদ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকা ১১. মানহানির আশঙ্কা ১২. প্রাণনাশের ভয় ইত্যাদি।