মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৫৩ পিএম

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) আইনজীবী মোহাম্মদ শিশির মনির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এর আগে, বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানির এক আদেশে বলা হয়, ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট হয়। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিটটি দায়ের করেন।

রিটের আবেদনে বলা হয়, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন—এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর এস এম ফরহাদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের তফসিল দেয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মাতৃভূমির খবর

Link copied!