মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:১৩ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

‎সোমবার (১ সেপ্টেম্বর২০২৫) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে দশতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল কুদ্দুস শরীয়তপুরের সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের আব্দুল ওকিলের ছেলে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ জুলহাস উদ্দিন দৈনিক মাতৃভূমির খবর কে জানান, পিছন দিক দিয়ে আসা দুটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে কুদ্দুস রিকশাটি ডান দিকে চালিয়ে দেন। এ সময় ঢাকাগামী একটি বাস তার অটোরিকশায় ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে রাস্তার মাঝের অংশে মাথায় আঘাত পান। গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মাতৃভূমির খবর

Link copied!