বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:৩৯ এএম

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন।

তিনি জানান, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে রমনা থানা পুলিশকে জানিয়েই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

ঘটনার আগে রাত সাড়ে ১২টার দিকে ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।

আহত রবিউল হক জানিয়েছেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকেন। আমি ঘুম ভেঙে যাওয়ায় তাকে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে। এতে সে রেগে গিয়ে আমাকে আক্রমণ করে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনার কোনো প্রভাব আসন্ন ডাকসু নির্বাচনে পড়বে না। তিনি আরও জানান, জালালের বিরুদ্ধে আগের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে।

ঘটনার প্রেক্ষিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবিও উঠেছে। প্রক্টর বলেন, ‘ছাত্ররা যদি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি জানান, তবে বিষয়টি বিবেচনা করা হবে।’

মাতৃভূমির খবর

Link copied!