প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৩:২৫ পিএম
বাংলাদেশের শিক্ষা অঙ্গনে যোগ হলো আরেকটি গৌরবোজ্জ্বল সাফল্য। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী জায়েদ ইবনে হাসান (আইডি: ২০১৬৪২১) অর্জন করেছে এক অনন্য কৃতিত্ব—বিশ্বসেরা স্থান ও লেভেল ম্যাথমেটিক্সে (Mathematics A)।
২০২৫ সালের জুন সেশনে অনুষ্ঠিত পিয়ারসন এডেক্সেল আইজিসিএসই (Pearson Edexcel IGCSE) পরীক্ষায় জায়েদ ২০০-এর মধ্যে পূর্ণ ২০০ নম্বর পেয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। এ সাফল্যের মাধ্যমে সে শুধু নিজের স্কুলকেই নয়, বরং বাংলাদেশকেও আন্তর্জাতিক পর্যায়ে গর্বিত করেছে।
জায়েদ ইবনে হাসান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম দিকের শিক্ষার্থীদের একজন। স্কুলের সূচনা থেকে পথচলা শুরু করে আজকের এই অসাধারণ অর্জন তার নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতারই ফল। একই সঙ্গে এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার শিক্ষকরা, যাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহায়তা তাকে পৌঁছে দিয়েছে সর্বোচ্চ শিখরে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, “জায়েদের এই অর্জন এভেরোজ পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমাদের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অভিভাবকরাও জায়েদের এই অর্জনে আনন্দিত ও কৃতজ্ঞ। তারা মনে করেন, মানসম্মত শিক্ষা, অনুকূল পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্কই এ সাফল্যের মূল চাবিকাঠি।
এর আগেও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বহু শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় ওয়ার্ল্ড হাইয়েস্ট ও কান্ট্রি হাইয়েস্ট অর্জন করেছে। বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার ক্রমোন্নত সাফল্যের ধারাবাহিকতায় এভেরোজের এই অর্জন আবারও প্রমাণ করল—সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও অক্লান্ত পরিশ্রম থাকলে আমাদের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।