প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:৩৯ এএম
আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন থেকে শুরু করে বিশ্বসেরা শিক্ষার্থী তৈরি—ধারাবাহিক উৎকর্ষের প্রতীক Averroes International School
বাংলাদেশের শিক্ষা অঙ্গনে আবারও যোগ হলো এক নতুন গৌরবের পালক। জুন ২০২৫ সেশনের ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ফলাফলে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা রচনা করেছে অসাধারণ এক সাফল্যের গল্প। ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা সবাই মিলে উজ্জ্বল গর্বে ভাসছে এভেরোজ পরিবার।
ও লেভেল ফলাফল:
- ৫৭ টি পারফেক্ট স্কোর অর্থাৎ ৯/৯ স্কোর
- ৮৮টি A*
- ২৯টি A
ব্যক্তিগত পর্যায়ে একাধিক শিক্ষার্থী অর্জন করেছে অনন্য সাফল্য—
- জায়েদ ইবনে হাসান (ID: 2016421): ও লেভেল ম্যাথমেটিক্স A-তে World Highest, পূর্ণ ২০০/২০০ নম্বর।
- হাফেজ কারি মোহাম্মদ তাওসিফ ইসলাম (ID: 2020207): ছয়টি ৯, একটি A*, এবং এভেরোজ থেকেই হিফজুল কুরআন সম্পন্ন।
- হাফেজা আয়েশা চিশতী (ID: 2016401): পাঁচটি ৯ ও চারটি A*; এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম হাফেজা।
- হাফেজ কাজী তালহা মুনতাসির (ID: 2016420): চারটি ৯, দুটি A* এবং একটি A; এবং এভেরোজ থেকেই হিফজুল কুরআন সম্পন্ন।
- রাইসা মুহসিনাত (ID: 2016449): সাতটি ৯ এবং একটি A*—যা এক বিরল সাফল্য।
এ লেভেল ফলাফল:
- ৩টি A*
- ৩৩টি A
- ১৩টি B
এই সাফল্যকে ঘিরে দেশজুড়ে প্রশংসায় ভাসছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। পিয়ারসন এডেক্সসেল-এর বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ বলেন—
“এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক অভিনন্দন! যেভাবে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ দিয়েছে, সেভাবেই শিক্ষকদের পরিশ্রম ও অবদানই এই সাফল্যের মূল ভিত্তি। শিক্ষকদের দিকনির্দেশনা ও নিষ্ঠা এই অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—অভিনন্দন সবাইকে। পিয়ারসন এডেক্সসেলও এই সাফল্যের অংশ হতে পেরে আনন্দিত। এই স্কুলের হেড অব স্কুল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ এই ধারাবাহিক সাফল্যের স্থপতি। আমরা যারা তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি, তারা প্রত্যক্ষ করি—একটি প্রতিষ্ঠানকে শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও কীভাবে সফলতার শীর্ষে নিয়ে যাওয়া যায়। তাঁর নিরলস পরিশ্রম, সুদূরপ্রসারী চিন্তা, এবং অটল নেতৃত্ব এভেরোজকে করেছে একটি উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি শুধু একজন প্রশাসক নন, বরং একজন দিকনির্দেশক, যিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সবার মাঝে সমানভাবে আস্থা ও প্রেরণা সঞ্চার করেন।”
ধারাবাহিক অগ্রযাত্রা
- ২০১৫ সালে একটি মাত্র ক্যাম্পাস দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ১১টি ক্যাম্পাসে ৪,০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।
- প্রায় ১,২০০ শিক্ষার্থী হিফজ প্রোগ্রামে, এবং শতাধিক শিক্ষার্থী ইতিমধ্যে হাফেজে কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে।
- প্রায় ৬০০ জন শিক্ষক ও কর্মচারী আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
- ইতিমধ্যে Averroes International School ‘Top School Award’ অর্জন করে।
- প্রতিবছর শিক্ষার্থীরা অর্জন করছে Pearson High Achievers Award ও The Daily Star Education Award।
- ২০২৫ সালেও ৮ জন শিক্ষার্থী The Daily Star Award এবং ৫ জন শিক্ষার্থী Pearson High Achievers Award অর্জন করেছে।
- ইতোমধ্যেই বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে, পাশাপাশি দেশের মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন— “প্রথমেই সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ্র জন্য—যিনি আমাদের এ গৌরব অর্জনের সুযোগ করে দিয়েছেন। এ সাফল্য আমার একার নয়; এটি আমার নিবেদিতপ্রাণ টিম, প্রতিটি শিক্ষক-শিক্ষিকা—বিশেষ করে ও লেভেল ও এ লেভেল বিভাগের নিরলস পরিশ্রম ও অকৃত্রিম নিষ্ঠারই ফল। তাদের ত্যাগ, আন্তরিকতা ও অক্লান্ত শ্রম ছাড়া এ অর্জন কখনোই সম্ভব হতো না। এভেরোজের প্রতিটি অর্জন আমাদের জন্য সীমাহীন গৌরবের। আমাদের শিক্ষার্থীরা আজ শুধু পরীক্ষার ফলাফলে নয়, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও নেতৃত্বের গুণাবলিতেও নিজেদের প্রমাণ করছে। এই ধারাবাহিক সাফল্য আমাদের আশ্বস্ত করে যে এভেরোজ এমন এক প্রজন্ম তৈরি করছে—যারা মূল্যবোধে দৃঢ়, চরিত্রে বলিষ্ঠ এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আমি আমার টিমের প্রতিটি সদস্যকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসায় সিক্ত করি।”
শুরু থেকেই এভেরোজের লক্ষ্য ছিল—শিক্ষা মানে শুধু পরীক্ষার ফল নয়, বরং চরিত্র গঠন, নেতৃত্ব তৈরি এবং জ্ঞানের প্রতি ভালোবাসা জাগানো। এ লক্ষ্যকে সামনে রেখেই স্কুলটি অগ্রসর হয়েছে এবং ধাপে ধাপে অর্জন করেছে অসংখ্য মাইলফলক।
এভেরোজ শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, বরং ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও অনন্য। বহু শিক্ষার্থী এখানে একসঙ্গে হিফজুল কুরআন সম্পন্ন করছে এবং আন্তর্জাতিক পরীক্ষায়ও সর্বোচ্চ ফলাফল অর্জন করছে। আধুনিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক বিকাশের এ সমন্বয় এভেরোজকে অন্যদের থেকে আলাদা করেছে।
এভেরোজের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, বিতর্ক, সৃজনশীল কার্যক্রম এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দিকেও প্রতিষ্ঠানটির সমান গুরুত্ব রয়েছে।
সারকথা, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আজ শিক্ষার মান, নৈতিকতা ও আধুনিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সাফল্য শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষকদের, অভিভাবকদের এবং গোটা জাতির জন্য এক গর্বের অর্জন।