Welcome to Matribhumir Khobor. By accessing our website, applications, content, and services through any device (including but not limited to computers, mobile phones, or tablets) or platforms (web, social media, SMS, RSS feeds), you agree to abide by the following Terms of Use and our Privacy Policy. If you do not agree to these terms, please refrain from using our services.
All content published on Matribhumir Khobor—including but not limited to text, images, logos, graphics, videos, and audio materials—are the intellectual property of Matribhumir Khobor or its content providers. Unauthorized reproduction, distribution, or creation of derivative works is strictly prohibited.
While using our platforms, users must not:
Users may post comments, images, or videos. By doing so, users confirm:
Matribhumir Khobor may host or link to third-party content, advertisements, or websites. We are not responsible for the accuracy, reliability, or practices of such third parties.
We take all reasonable precautions to ensure a safe experience. However, we are not liable for any virus, malware, or technical issue arising from accessing our content.
Our Privacy Policy governs how we collect, store, and use user information. By using our services, you consent to our data practices.
We reserve the right to update or change these Terms of Use at any time. Continued use of our platform constitutes your agreement to any revised terms.
These Terms shall be governed in accordance with the laws of Bangladesh. Any disputes shall be resolved through arbitration under the Arbitration Act 2001, with the place of arbitration in Dhaka.
Users can unsubscribe from communications or request account deletion by contacting us at info@matribhumirkhobor.com.
For questions, concerns, or feedback about our Terms of Use, please write to us at: info@matribhumirkhobor.com
Thank you for being a part of Matribhumir Khobor.
আমরা মাতৃভূমির খবর-এ পাঠক ও ভিজিটরদের স্বাগত জানাই। এই শর্তাবলিতে আমরা ব্যাখ্যা করছি, কীভাবে আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ও কনটেন্ট ব্যবহার করবেন এবং এর আওতায় আপনি কীভাবে আমাদের সেবাগুলো গ্রহণ করবেন। ওয়েবসাইট, মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম, এসএমএস বা আরএসএস ফিডসহ যেকোনো মাধ্যমে আমাদের কনটেন্ট ব্যবহারের অর্থই হলো, আপনি এই শর্তাবলি ও আমাদের গোপনীয়তা নীতিমালা মেনে নিচ্ছেন।
যদি এই শর্তাবলি বা গোপনীয়তা নীতির কোনো অংশে আপনার আপত্তি থাকে, তাহলে আমাদের info@matribhumirkhobor.com ইমেইলে জানানোর অনুরোধ রইল। তবে এই আপত্তি গ্রহণ বা বাতিল করার অধিকার মাতৃভূমির খবর সংরক্ষণ করে।
আপনারা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে ধরে নেওয়া হবে, আপনি আমাদের লেখা, অডিও, ভিডিও, ছবি, সফটওয়্যারসহ সকল সেবা গ্রহণ করছেন এবং তা সম্মানের সঙ্গে ব্যবহার করবেন।
মাতৃভূমির খবর-এর সব ধরনের কনটেন্ট, লোগো, নাম, ট্রেডমার্ক, ছবি, অডিও, ভিডিও ও গ্রাফিক উপাদান আমাদের নিজস্ব বা অনুমোদিত সূত্র থেকে সংগ্রহ করা, যার ওপর আমাদের বা আমাদের লাইসেন্সধারীর একচেটিয়া স্বত্ব রয়েছে। এসব উপাদান অনুমতি ছাড়া ব্যবহার, হুবহু নকল বা পরিবর্তন করে পুনঃপ্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কনটেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলে, info@matribhumirkhobor.com ঠিকানায় জানান।
আমাদের কনটেন্ট শুধুমাত্র পাঠ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত। কোনোভাবেই আমাদের কনটেন্ট বিকৃতি, এডিট, অপপ্রচার, কিংবা নিরাপত্তা বাধা অতিক্রম করে ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের কনটেন্ট ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তবে, সামাজিক মাধ্যমে মূল উৎস উল্লেখ করে অটুটভাবে শেয়ার করতে আমরা উৎসাহ দিই।
আমাদের ওয়েবসাইটে প্রবেশের ফলে ভাইরাস বা ম্যালওয়্যার সংক্রমণ হলে তার দায় আমরা নেব না। ওয়েবসাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা লিংকে ক্লিক করলে সেসব কনটেন্টের দায়িত্ব আমাদের নয়।
আপনি মন্তব্য, ছবি বা ভিডিও পোস্ট করলে ধরে নেওয়া হবে, আপনি নিজেই তার মালিক বা অনুমোদনপ্রাপ্ত। কোনো ধরনের অপমানজনক, প্রতারণামূলক, অশালীন বা বেআইনি কনটেন্ট পোস্ট করা যাবে না। আমরা যেকোনো ব্যবহারকারী কনটেন্ট মুছে দেওয়ার বা ব্যবহারকারীকে ব্লক করার অধিকার রাখি।
আমাদের সাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে, যেগুলো ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে। আমরা কুকির মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। তবে কোনো তৃতীয় পক্ষ সংগ্রহ করলে তার দায় আমাদের নয়।
মাতৃভূমির খবর প্রয়োজনে এই শর্তাবলি পরিবর্তন করতে পারে, এবং তা ওয়েবসাইটে হালনাগাদ হবে। পরিবর্তনের পরেও আপনি সেবা গ্রহণ করলে তা মান্য করার সম্মতি প্রকাশ পাবে।
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিরোধ সৃষ্টি হলে তা সালিশের মাধ্যমে নিষ্পত্তি হবে, স্থান হবে ঢাকা, এবং প্রয়োজনে আদালতের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আপনি যদি আমাদের মার্কেটিং ইমেইল না পেতে চান, তাহলে ইমেইলের নিচে দেওয়া 'unsubscribe' অপশন ব্যবহার করুন। একাউন্ট বন্ধ করতে info@matribhumirkhobor.com-এ ইমেইল করুন।
আশা করি, এই শর্তাবলি আপনার কাছে পরিস্কার ও সম্মানজনক মনে হবে। আমাদের কনটেন্ট ও সেবা ব্যবহারে ধন্যবাদ।