বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ন্যায়, নিরাপত্তা ও নৈতিকতাই জাতির মৌলিক শক্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:১৮ পিএম

ন্যায়, নিরাপত্তা ও নৈতিকতাই জাতির মৌলিক শক্তি

বাংলাদেশ আজ বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। একদিকে রয়েছে সামাজিক বৈষম্য, অন্যদিকে বেড়ে চলেছে অপরাধ ও অনৈতিকতা। শিশু নির্যাতন, নারী ও কিশোরী ধর্ষণ, গৃহকর্মীদের উপর সহিংসতা, দুর্নীতি ও দুঃসহ দ্রব্যমূল্য—সব মিলিয়ে নাগরিক জীবনে স্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি করছে। অথচ ন্যায়, নিরাপত্তা ও নৈতিকতা—এই তিনটি মৌলিক স্তম্ভই একটি জাতির দীর্ঘমেয়াদি শক্তির ভিত্তি।

সাম্প্রতিক সময়ে সংবাদপত্রে প্রকাশিত শিশু ও নারী নির্যাতনের ভয়াবহ পরিসংখ্যান জাতিকে শঙ্কিত করছে। অপরাধীদের অনেক ক্ষেত্রেই আইনের আওতায় আনা হয় না অথবা বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকে। এর ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কিছু দুর্বলতা পুরো সমাজের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।

ধনী-গরিব বিভাজন ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষত গৃহকর্মী ও শ্রমজীবী শ্রেণি এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ধাক্কা খাচ্ছে তাদের নিরাপত্তা ও মর্যাদা। ঢাকা ট্রিবিউনের সাম্প্রতিক সম্পাদকীয়তে গৃহকর্মীদের জন্য একটি বাধ্যতামূলক আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। আমরাও মনে করি—কেবল মানবিক দৃষ্টিভঙ্গি নয়, আইনগত সুরক্ষা নিশ্চিত করাও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

অর্থনৈতিক চাপও সমানভাবে নাগরিক জীবনে আঘাত হানছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। পরিবারের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। এর সঙ্গে বেকারত্ব ও দারিদ্র্যের বেড়ে চলা হার যুক্ত হয়ে সমস্যাকে আরও ঘনীভূত করছে। অন্যদিকে অব্যাহত দুর্নীতি রাষ্ট্রের অর্থনৈতিক ভিতকে দুর্বল করছে।

এখন প্রয়োজন বাস্তব পদক্ষেপ। অপরাধ দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। একইসঙ্গে সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া জরুরি। শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার প্রসার ঘটানো ছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলা সম্ভব নয়।

ন্যায়, নিরাপত্তা ও নৈতিকতা কোনো বিলাসিতা নয়—এগুলো নাগরিক জীবনের মৌলিক অধিকার। একটি রাষ্ট্র তখনই টেকসই ও শক্তিশালী হয়ে ওঠে, যখন তার জনগণ নিরাপদ, ন্যায়বিচারপ্রাপ্ত ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়। বাংলাদেশ আজ যে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের সবার দায়িত্ব—এই তিন ভিত্তিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা।

 

মাতৃভূমির খবর

Link copied!