শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ডলারনির্ভর অর্থনীতি, ঝুঁকির কিনারায় বিশ্ব

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১১:২২ এএম

ডলারনির্ভর অর্থনীতি, ঝুঁকির কিনারায় বিশ্ব

সম্প্রতি Project Syndicate-এ প্রকাশিত প্রখ্যাত অর্থনীতিবিদ ডেনিস জে. স্নাওয়ার সতর্ক করেছেন—ডলারের বৈশ্বিক আধিপত্য যদি টলে যায়, তবে তা বিশ্ব অর্থনীতিকে গুরুতর অনিশ্চয়তায় ফেলতে পারে। দীর্ঘ সাত দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্য, ঋণ এবং রিজার্ভে ডলারই ছিল একচ্ছত্র আধিপতি। কিন্তু ভূরাজনৈতিক টানাপোড়েন, বিকল্প মুদ্রার প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট সেই আধিপত্যকে নড়বড়ে করে তুলছে।

ইতিহাস বলছে, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রে কোনো মুদ্রা চিরকাল থাকে না। একসময় পাউন্ড স্টার্লিং ছিল প্রধান মুদ্রা; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটির জায়গা নেয় মার্কিন ডলার। বর্তমানে চীন ও রাশিয়াসহ ব্রিকস জোট নতুন মুদ্রা ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশও জ্বালানি বাণিজ্যে ইউয়ান বা অন্যান্য মুদ্রা ব্যবহার করছে। এর ফলে ‘ডলার ইজ কিং’ বাস্তবতা চ্যালেঞ্জের মুখে।

বাংলাদেশের মতো আমদানি-নির্ভর অর্থনীতির জন্য এটি বিশেষ উদ্বেগের বিষয়। ডলারের দর বাড়লে আমদানি ব্যয় হু হু করে বেড়ে যায়, আবার দুর্বল হলে রিজার্ভ সংকট ও ঋণ পরিশোধের চাপ তৈরি হয়। বর্তমানে প্রায় ৪০ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা আমাদের কাঁধে। এর বেশির ভাগই ডলারনির্ভর, ফলে মুদ্রার ওঠানামা সরাসরি অর্থনীতিকে নাড়া দেয়।

এ পরিস্থিতিতে আমাদের করণীয় স্পষ্ট। প্রথমত, রিজার্ভকে বৈচিত্র্যময় করতে হবে। শুধু ডলারের ওপর নির্ভর না করে ইউরো, ইউয়ান বা আঞ্চলিক মুদ্রার অংশ বৃদ্ধি করা জরুরি। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার ভেতরে আঞ্চলিক মুদ্রা বিনিময়ের কাঠামো তৈরি করতে হবে, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের বিকল্প ব্যবহার সম্ভব হয়। তৃতীয়ত, রপ্তানি খাতকে বহুমুখী করতে হবে। শুধুমাত্র পোশাক শিল্পে নির্ভর করলে বৈশ্বিক অস্থিরতায় ঝুঁকি আরও বেড়ে যাবে। তথ্যপ্রযুক্তি, ওষুধ ও কৃষিপণ্যের মতো খাতকে শক্তিশালী করা অপরিহার্য।

সবচেয়ে বড় বিষয় হলো মুদ্রানীতিকে প্রোঅ্যাকটিভ করা। শুধু প্রতিক্রিয়া নয়, সম্ভাব্য সংকট অনুমান করে আগাম পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক বাজারে যদি হঠাৎ করে ডলারের আধিপত্য কমে যায়, তবে প্রস্তুতি ছাড়া আমরা সেই ধাক্কা সামলাতে পারব না।

ডলারের একচ্ছত্র প্রভাব ইতিহাসের নিয়মেই একদিন ক্ষয় হবে। মূল প্রশ্ন হলো—আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? বাংলাদেশ যদি এখন থেকেই দূরদর্শী নীতি ও আঞ্চলিক সহযোগিতার পথ বেছে নেয়, তবে বৈশ্বিক অর্থনৈতিক ঝড় এলে তা সামলানো অনেক সহজ হবে। অন্যথায়, পরিবর্তনের দিনে আমাদের কেবল ভেসে যাওয়ার শঙ্কাই বাড়বে।

 

 

মাতৃভূমির খবর

Link copied!