শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নরেন্দ্র মোদির দলকে ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে যুদ্ধের আহ্বান নায়কের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৫৫ এএম

নরেন্দ্র মোদির দলকে ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে যুদ্ধের আহ্বান নায়কের

ভারতের দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। নরেন্দ্র মোদির দলকে তিনি অভিহিত করেছেন ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে। ঘোষণা দিয়েছেন, আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তাঁর লড়াই হবে এককভাবে।

গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে এই ঘোষণা দেন বিজয়। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তাঁর দলের অন্যতম বড় শোডাউন।

সম্মেলনে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

তামিল রাজনীতিতে রুপালি পর্দার তারকাদের দাপট নতুন নয়। এনটি রামা রাও, জয়ললিতা থেকে শুরু করে কমল হাসান—অনেকে সাফল্যের সঙ্গে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই কাতারে নাম লেখালেন বিজয়।

সমাবেশে তিনি রূপক ব্যবহার করে বলেন, ‘সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি—তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গেও তামিলদের সম্পর্ক হবে না।’

বিশ্লেষকদের মতে, বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট তৈরির কৌশল নিয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে’র বিকল্প শক্তি হিসেবে ভোটারদের সামনে নিজেদের দলকে তুলে ধরতে চাইছেন তিনি।

গত বছর তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন থালাপতি বিজয়। আগামী বছরের বিধানসভা নির্বাচনে এটিই তাঁর প্রথম পরীক্ষা।

মাতৃভূমির খবর

Link copied!