শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৪:৫৮ পিএম

২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

আগামী বছরের (২০২৬ সাল) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমান পরীক্ষা মে-জুন মাসে অনুষ্ঠিত হবে। আর এ পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে পূর্ণ সময়ের মধ্যে এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে। শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে বিষয়টি অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!