প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৫৯ পিএম
ইউরোপ কাঁপানো নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নতুন মোড়। ইতালিতে গ্রেফতার হওয়া এক ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে, তিনি ইউক্রেন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন এবং পাইপলাইন আক্রমণের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি পূর্ব ইউরোপ থেকে পশ্চিমা শক্তিগুলোর জ্বালানি প্রবাহ ব্যাহত করার উদ্দেশ্যে এ হামলায় যুক্ত হতে পারেন। যদিও ইউক্রেন সরকার এখনো এ অভিযোগ অস্বীকার করছে।
২০২২ সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে অবস্থিত নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এর ফলে রাশিয়া থেকে জার্মানি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাটিকে অনেক বিশেষজ্ঞ “সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় জ্বালানি নাশকতা” হিসেবে বর্ণনা করেছেন।
এই ঘটনায় আন্তর্জাতিক রাজনীতি আবারও সরগরম হয়ে উঠেছে। একদিকে রাশিয়া পশ্চিমা দেশগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছে, অন্যদিকে পশ্চিমা গোয়েন্দারা ইউক্রেনের দিকেই ইঙ্গিত করছেন।