শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আর্জেন্টিনা দলে আছেন মেসি, নতুন চমক ম্যানুয়েল লোপেজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:১৬ এএম

আর্জেন্টিনা দলে আছেন মেসি, নতুন চমক ম্যানুয়েল লোপেজ

২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। তবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে তাদের দুটি ম্যাচ বাকি আছে। সেই দুই ম্যাচ আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে মায়ামির জার্সিতে মাঠে ফেরা আর্জেন্টাইন অধিনায়ক মেসি আছেন জাতীয় দলের স্কোয়াডেও।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপে যাচ্ছি: জাকের আলীচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপে যাচ্ছি: জাকের আলী
দলে সবচেয়ে বড় চমক হোসে ম্যানুয়েল লোপেজ। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলেন স্ট্রাইকার লোপেজ। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় ফ্লাকো লোপেজ নামেও পরিচিত।

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় তাকে দলে রাখতে পারেননি কোচ স্কালোনি। দলে নেই আলেহান্দ্রো গারনাচো।

ধনী দেশের কবলে ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু’ দেখছেন মিচেল জনসনধনী দেশের কবলে ‘টেস্ট ক্রিকেটের মৃত্যু’ দেখছেন মিচেল জনসন
দলে ফিরেছেন ক্লাদিও এচেভেরি, ভ্যালেন্টিন কার্বোনি। লেফট ব্যাক হুলিও সোলের আবারও ডাক পেয়েছেন। এর আগেও তিনি দলে ডাক পেলেও অভিষেক হয়নি আর্জেন্টিনার জার্সিতে। ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালান ভারেলা ডাক পেয়েছেন। ২৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেনদি, নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাংকো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টিন কার্বোনি, গিউলিয়ানো সিমিওনে।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।

মাতৃভূমির খবর

Link copied!