শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নেইমারের সান্তোসকে ৬-০ গোলে হারাল কুতিনহোর ভাস্কো

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১০:০৫ এএম

নেইমারের সান্তোসকে ৬-০ গোলে হারাল কুতিনহোর ভাস্কো

ব্রাজিলিয়ান সেরি আ-তে রোববার রাতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ফিলিপে কুতিনহোর দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দা গামা নেইমারের সান্তোসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

সান্তোসের হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করার পর নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে চোখের জল আটকাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

মাঠেই ক্লাবের একজন কর্মকর্তার কাঁধে ভর করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

লুকাস পিতনের গোলে শুরুতেই এগিয়ে যায় ভাস্কো। এরপর দ্বিতীয়ার্ধে একে একে ডেভিড , রায়ান ও চে গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো আরো দুই গোল করে উৎসবের পরিপূর্ণতা দেন।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। তারা এখন সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ১৫তম স্থানে।

হারের পর ভীষণ হতাশ নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ।

সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া... কিন্তু তারা যদি গালি দেয় বা সমালোচনা করে, সেটাও তাদের অধিকার।’

তিনি আরো যোগ করেন, ‘এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। দুর্ভাগ্যবশত হলো। কান্নাটা ছিল রাগ থেকে, সব কিছুর কারণে।

আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা ছিল একেবারেই বাজে, এটাই বাস্তবতা।’

এই বিপর্যয়ের পরপরই সান্তোস বরখাস্ত করেছে প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

মাতৃভূমির খবর

Link copied!