শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নেইমার দলে ফেরায় বাদ পড়ার শঙ্কায় ভিনিসিয়ুস

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:১০ পিএম

নেইমার দলে ফেরায় বাদ পড়ার শঙ্কায় ভিনিসিয়ুস

আগামী মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই দুই ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দলের প্রধান কোচ। 

তবে ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'গ্লোবো' এরই মধ্যে জানিয়েছে কারা থাকতে পারে স্কোয়াডে।

গ্লোবো জানায়, প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। একইসঙ্গে জায়গা হারাতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র। বেশ কয়েকজনকে ফিরিয়ে ও কয়েকজনকে বাদ দিয়ে সামনের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।

এ প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ফিফার নিয়ম মেনে ফুটবল ক্লাবগুলোর কাছে প্রাথমিক দল পাঠিয়েছেন আনচেলত্তি। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়া হবে। আর রিয়াল মাদ্রিদে তার সতীর্থ রদ্রিগো ও এডের মিলিটাওকে ফেরানো হবে দলে।

ভিনিসিয়ুস অবশ্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় সামনে চিলির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তাকে বিশ্রাম দিয়ে বলিভিয়ার বিপক্ষে দলেও রাখবেন না ব্রাজিলের ইতালিয়ান কোচ। 

রদ্রিগো আর মিলিটাও ছাড়াও, গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, গোলরক্ষক গ্যাব্রিয়েল বারা, ফুলব্যাক ভিতিনহা ও পাউলো হেনরিখ, মিডফিল্ডার দানিলো ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড কাইও হোর্হে ও নেইমারকে দলে রাখছেন আনচেলত্তি।

গ্লোবোর প্রতিবেদন সত্যি হলে, প্রায় ২২ মাস পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি নেইমারের। বেশ কয়েকবার ফেরার কাছাকাছি থাকলেও ফিরতে পারেননি। 

নিজেদের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। পরে ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। সামনের দুই ম্যাচ দিয়ে শেষ হবে বাছাইয়ে তাদের যাত্রা। 

মাতৃভূমির খবর

Link copied!