প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:৪০ পিএম
বাংলাদেশসহ বিশ্বজুড়ে ও লেভেল পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, চাপ আর প্রতিযোগিতা সবসময়ই প্রবল। শুধু কঠোর পড়াশোনা নয়, সঠিক কৌশল প্রয়োগ করতে পারলেই একজন শিক্ষার্থী সাধারণ থেকে ক্লাস টপার হয়ে উঠতে পারে। অভিজ্ঞ মেন্টরদের মতে, "স্মার্ট স্টাডি" কৌশলই পরীক্ষায় ভালো ফলাফলের চাবিকাঠি।
শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যার একটি হলো অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। শিক্ষকরা বলছেন, ৯৯% শিক্ষার্থীই অকারণে নিজেদের দুর্বল ভেবে মানসিক চাপ তৈরি করে। এই সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজন "টাইগার স্ট্র্যাটেজি"। যেমন সিনেমার বাঘ হঠাৎ শিকারকে ঘিরে ধরে, তেমনি শিক্ষার্থীকে তার মোবাইল ফোন, গেমস কিংবা অন্যান্য বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
সময় ব্যবস্থাপনা আরেকটি বড় চ্যালেঞ্জ। অনেক শিক্ষার্থী পরীক্ষা ঘনিয়ে এলে এলোমেলোভাবে পড়াশোনা শুরু করে, ফলে শেষ মুহূর্তে চাপ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, দৈনিক একটি নির্দিষ্ট টাইমটেবিল তৈরি করা এবং প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য পূরণ করা সবচেয়ে কার্যকর কৌশল। যেমন—প্রতিদিন আয়নার সামনে বসে নির্দিষ্ট অধ্যায় রিভিশন করা, ছোট নোট তৈরি করা এবং নিয়মিত পুনরাবৃত্তি করা।
অন্যদিকে গুণগত মানকে গুরুত্ব দেওয়া সংখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা প্রায়ই মনে করে যত বেশি অধ্যায় পড়া যাবে তত ভালো হবে। বাস্তবে গভীরভাবে কম বিষয় আয়ত্ত করা পরীক্ষায় বেশি কাজে আসে। একে তুলনা করা যায় একটি শক্তিশালী ভবন নির্মাণের সঙ্গে—ভিত্তি যত মজবুত হবে, ভবন তত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাহায্য নিতে দ্বিধা না করা। অনেকেই প্রশ্ন করতে লজ্জা পায়, অথচ শিক্ষক বা সহপাঠীর কাছ থেকে পরিষ্কার ধারণা নেওয়াই প্রস্তুতিকে সহজ করে দেয়।
সবশেষে, ইতিবাচক মানসিকতা ধরে রাখা এবং লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করা শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিনের অগ্রগতি ছোট হলেও তা শিক্ষার্থীকে বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, আজকের দিনে পরীক্ষায় সাফল্য শুধু মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করে না। বরং কৌশলী প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, মানসিক দৃঢ়তা আর স্বাস্থ্যকর জীবনযাপন মিলেই গড়ে তোলে কাঙ্ক্ষিত সাফল্যের পথ। তাই এখন থেকে শিক্ষার্থীদের শিখতে হবে—শুধু বেশি পড়া নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে পড়াই সাফল্যের আসল চাবিকাঠি।