বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি আলোচনায় বসছেন রিটার্নিং অফিসার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:১৯ এএম

ডাকসু নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি আলোচনায় বসছেন রিটার্নিং অফিসার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে। ইতিমধ্যে ২৫ আগস্ট ২০২৫ তারিখে (নং-ডাকসু/২০২৫/১৪৯৮-সি) প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সব প্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বৈঠকের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানা এবং পুরো প্রচারণা জুড়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, নির্বাচনী সততা রক্ষাই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে।

মনোনয়ন জমাদানের পর এটি হবে প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম।

মাতৃভূমির খবর

Link copied!