প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৫:০৭ পিএম
সবসময় বিতর্কে ঘেরা টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান এবার মুখ খুললেন নিখিল জৈনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয়। রেজিস্ট্রি করার সময় পাইনি।’
২০১৯ সালে তুরস্কে রাজকীয় আয়োজনে নিখিল-নুসরাতের বিয়ে হয়। বিয়ের পর সংসদে শপথ নিয়েও নিজেকে ‘নুসরাত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দেন তিনি। তবে মাত্র দুই বছরের মাথায় নায়িকা ঘোষণা দেন- ওই বিয়ে বৈধ নয়, বরং লিভ-ইন সম্পর্কেই ছিলেন তারা।
এই প্রসঙ্গে নুসরাতের দাবি, তার বক্তব্য ঘুরিয়ে-পেঁচিয়ে প্রকাশ করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি কখনও বলিনি বিয়ে করিনি। সবাই দেখেছে আমার বিয়ে হয়েছে। শুধু আইনিভাবে রেজিস্ট্রি হয়নি, তাই এটাকে বৈধ বলা যায়নি।’
বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার করছেন নুসরাত। তাদের রয়েছে এক পুত্রসন্তানও।