বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

৬ মাসে মাতৃত্ব, সমালোচনার মুখে নেহা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৪৯ এএম

৬ মাসে মাতৃত্ব, সমালোচনার মুখে নেহা

চুপিসারেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদি। তবে বিয়ের খবরের চেয়েও বেশি আলোচনায় এসেছিল তাদের প্রথম সন্তানের জন্ম।

কারণ, বিয়ের মাত্র ছয় মাস পরই কন্যা সন্তানের মা হন নেহা। এ নিয়ে তখন থেকেই শুরু হয় নানা সমালোচনা ও কটাক্ষ। অবশেষে দীর্ঘদিন পর এ প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বলেন, “অঙ্গদকে বিয়ের ছয় মাস পরই আমি কন্যা সন্তানের জন্ম দিই। তখন সবাই প্রশ্ন তুলেছিল- এটা কীভাবে সম্ভব! আজও দেখি, কোনো অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হলে তা নিয়ে সমালোচনা করা হয়। আমি নীনা গুপ্তা বা আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের সঙ্গে একই সারিতে আছি- এটাও বিরক্তিকর।”

নেহার মতে, সমাজ যত আধুনিকই হোক না কেন, মাতৃত্বকে ঘিরে বদ্ধমূল ধারণা এখনো বদলায়নি।

তিনি আরও বলেন, ‘মহিলাদের স্বাস্থ্য নিয়ে যেসব পুরনো চিন্তাধারা রয়েছে, সেগুলো ভাঙা জরুরি। আমি চাই সচেতনতা বাড়ুক। নারীদের বোঝা দরকার যে তারা একা নন। এসব আড়াল করার কিছু নেই। সমালোচনা যতোই হোক, আমি চুপ থাকব না।’

তবে নেহার এই খোলামেলা বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা। অনেকেই দাবি করছেন, গর্ভধারণের খবর জানার পর দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা ও অঙ্গদ।

মাতৃভূমির খবর

Link copied!