বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বন্দরের শীতলক্ষায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের লাশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৭:৩২ পিএম

বন্দরের শীতলক্ষায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের লাশ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষা নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাদুরঘাট সংলগ্ন কুড়িপাড়া স্কুলের সামনে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

‎খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী মোবাইল ফোনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ, এসআই আলী হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

‎পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ‎কাঁচপুর নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল মাবুদ বলেন, শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাতৃভূমির খবর

Link copied!