শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফ্রিজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:১৫ এএম

ফ্রিজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজ থেকে বৈদ্যতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ নয়জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার হিরাঝলের মুড়ির ফ্যাক্টরির গলির জাকির খন্দকারের টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা সম্পর্কে দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুইবোন আসমা ও সালমার পরিবার। সাথে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে। সেখান থেকেই গ্যাস লিক হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়েছিল। রাতে সেই গ্যাস থেকে আগুন লেগে গেলে বাসাটি পুড়ে যায়। দগ্ধ হন ১০ জনই।

জানা যায়, হাসান নামে এক লোক ওই বাড়িতে স্বপরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগে। রুমের ফ্রিজ থেকে বৈদ্যতিক শর্ট সার্কিটের কারণে বিকট শব্দ হয় এবং আগুন লেগে যায়। 

খবর পেয়ে কাচপুর ও ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আহতদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে সাইনবোর্ডের প্রথমে প্রো এ্যাক্টিভ হাসপাতাল পাঠানো হয়। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।  

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ৯ জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।

মাতৃভূমির খবর

Link copied!