প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:২৬ এএম
জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আলোচিত এই সনদের ওপর ২৩টি দল ইতিমধ্যে লিখিত মতামত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণফোরাম, বাসদ, জাসদ, এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট, আমজনতার দল, জাতীয় গণফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও আরও কয়েকটি দল।
যদিও জামায়াতে ইসলামী এখনও চূড়ান্ত মতামত জমা দেয়নি। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, “জামায়াত আগামীকাল তাদের মতামত কমিশনে দেবে।”
দিল্লি যদি বাংলাদেশিদের ফেরত পাঠায়, তবে হাসিনাকে নয় কেন: এমপি ওয়াইসি
অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ’ গঠনের উদ্যোগ নেয়। প্রথম খসড়া ও পরে সমন্বিত খসড়ায় রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দেওয়া হয় যে, আগামী নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ হবে। তবে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি।
ঐকমত্য কমিশনের মতে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট এখনও মতামত জমা দেয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব দলের মতামত অন্তর্ভুক্ত হলে এই সনদ কার্যকর রূপ নিতে পারবে। বিশেষ করে যারা এখনও মতামত দেয়নি, তাদের অংশগ্রহণ কমিশনের কাজকে আরও বিস্তৃত ও সর্বজনগ্রহণযোগ্য করে তুলবে।