বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দুই বছর অবসরে, তবুও প্রাপ্য টাকা পাননি অধ্যাপক সোহরাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০১:১৯ পিএম

দুই বছর অবসরে, তবুও প্রাপ্য টাকা পাননি অধ্যাপক সোহরাব

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. সোহরাব হোসেন বেপারী অবসরের দুই বছর পেরিয়ে গেলেও প্রাপ্য পেনশন ও সরকারি সুবিধা পাননি। ফলে ঋণের বোঝায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

১৯৯৩ সালের ২ আগস্ট ইসলামিক ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন সোহরাব হোসেন কলেজে যোগদান করেন। ৩০ বছর ৪ মাস চাকরির পর অবসর নেন তিনি। প্রতিবন্ধী এই অধ্যাপক জানান, তার সামান্য বেতন দিয়ে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের পড়াশোনার খরচ মেটাতে গিয়ে সঞ্চয়ের সুযোগ ছিল না। অবসরের আগে তার ছেলে মানসিক রোগে আক্রান্ত হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে।

পিরোজপুরে ভিটে ছাড়া তার কোনো সম্পদ নেই। ঋণের চাপে সাত মাস আগে বাকেরগঞ্জে চলে আসেন, কিন্তু এখানেও তিনি ঋণগ্রস্ত। বর্তমানে ৬২ বছর বয়সী এই অধ্যাপক একা থাকেন এবং কোনো আয়ের উৎস না থাকায় মাঝে মাঝে মানুষের কাছে হাত পাততে হয়।

স্থানীয় চা ব্যবসায়ী লুৎফর হাওলাদার বলেন, “সোহরাব স্যার ভালো মনের মানুষ, গরিবের বন্ধু। কিছুদিন আগে আমি তার জন্য ৫ থেকে ৭ হাজার টাকা সংগ্রহ করে কিছু ঋণ পরিশোধের ব্যবস্থা করেছি।”

অধ্যাপক সোহরাব হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার প্রাপ্য কলেজ বেতন, হাউজ রেন্ট, অবসর সুবিধা ও কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের অনুরোধ জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Link copied!