বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:৪৮ এএম

রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

রিজভী বলেন, ‘উন্নয়নমুখী গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে। যা বলে গেছেন জাতীয় কবি নজরুল, তা আমাদের পথপ্রদর্শক। খালেদা জিয়া ও তারেক রহমানও এই চেতনার আলোকে সংগ্রাম চালিয়ে আসছেন।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২০২৪ সালের ২৪-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত নজরুলের চেতনা সবসময় প্রাসঙ্গিক। হত্যাকারী ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাইছে কিছু মানুষ, যা সুস্থ চেতনার অবনতি নির্দেশ করে।’

রিজভী জাতীয় কবির চেতনার নানা দিক তুলে ধরে বলেন, ‘উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হয়, তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ।’

কবির সমাধিতে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরাও। এছাড়া সারা দেশে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করা হয়।

মাতৃভূমির খবর

Link copied!