বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণায় হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:২২ এএম

বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণায় হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে প্রকাশ করেছেন এক আবেগঘন পোস্ট। মঙ্গলবার তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এই লেখায় উঠে এসেছে বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও জীবনের শিক্ষার কথা।

হাসনাত আব্দুল্লাহ লেখেন— “উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব, নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।”

তিনি একটি পুরোনো স্ট্যাটাস (প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৯ জানুয়ারি) নতুন করে শেয়ার করে লেখেন, বাবার সঙ্গে এটি তাঁর প্রথম ও একমাত্র ছবি। সেই পোস্টে বাবাকে বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছিলেন, “উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, দারুণ অদ্ভুত। সারাজীবন জীবনকে নিয়ে অশান্ত ঢেউয়ের অতলে ভেসে থেকেছেন, ডুবে যাননি, আমাদেরও ভাসিয়ে রেখেছেন।”

হাসনাতের ভাষ্যে, তাঁর বাবার সবচেয়ে বড় গুণ হলো— তুচ্ছ কোনো বিষয় বা জাগতিক স্বার্থে আসক্ত না হওয়া। নিজের কষ্ট চেপে রেখে অপরকে ভালো রাখার প্রবণতাই তাঁকে বিশেষ করেছে। তিনি বলেন, “আমার বাবার কাছ থেকে সারাদিন ঝগড়া করে যতটা না আদায় করা যায়, তার চেয়ে চারগুণ বেশি আদায় করা যায় দু’মিনিট নীরব থেকে।”

বাবার কাছ থেকেই ঠোঁটকাটা স্বভাব পেয়েছেন জানিয়ে হাসনাত উল্লেখ করেন, জীবনে হার-জিত আসবে, উত্থান-পতন হবে, তবে স্থায়ী থাকবে শুধু আদর্শ। সেই নীতিতেই তিনি বাবার শিক্ষা আঁকড়ে চলতে চান। দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরে আসা বাবার সঙ্গে চার মাস সময় কাটানোর সুযোগকে তিনি এ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন।

শেষে তিনি বাবার সার্বিক কল্যাণ কামনা করে লেখেন— “উনার সান্নিধ্যে পাওয়া সময়টুকুই আমার জীবনের অমূল্য সম্পদ।”

মাতৃভূমির খবর

Link copied!