বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ক্ষমা চেয়েছেন উমামা ফাতেমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৩:১১ পিএম

ক্ষমা চেয়েছেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়ম ভঙ্গ করে প্রবেশের অভিযোগের প্রেক্ষিতে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা ক্ষমা চেয়েছেন। ঘটনার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

উমামা ফাতেমা সোমবার (২৫ আগস্ট) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন। 

তিনি বলেন, গতকাল আমি রোকেয়া হলে প্রবেশ করেছি মানসিক চাপ কমানোর জন্য, কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করার উদ্দেশ্য ছিল না। হলগেট রাত ১০টার আগে প্রবেশ করেছি। রাত দেড়টায় পৌঁছানোর ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি।

তিনি আরও লিখেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অযথা হেয়ম্মাত করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অপরাধী দেখানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আমি রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে সাক্ষাৎ করে একটি এপ্লিকেশন জমা দিয়েছি এবং ক্ষমা চেয়েছি।

উমামা ফাতেমার ভাষ্য,এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। নিয়মবহির্ভূত হলেও অনেক সময় এক হলের মেয়েরা অন্য হলে যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেসবুকে অতিরঞ্জিত করে হেনস্থা করা হচ্ছে। নির্বাচিত হলে আমি নিশ্চিত করবো, এক হলের মেয়েরা অন্য হলে নির্বিঘ্নে যেতে পারবে।

মাতৃভূমির খবর

Link copied!