রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পাগলা মসজিদে পাওয়া গেল ১২ কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:৪৮ এএম

পাগলা মসজিদে পাওয়া গেল ১২ কোটি টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চার মাস ১৭ দিন পর গতকাল শনিবার সকাল ৭টায় খোলা হয় মসজিদের ১৩টি লোহারধদানবাক্স। টাকার স্তূপ ভরতে লেগেছে ৩২টি বস্তা। মসজিদের দোতলায় চলে দিনভর গণনা।

টানা ১৩ ঘণ্টা শেষে রাত ৮টার পর শেষ হয় গণনা। পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড।

গণনায় অংশ নেন সাড়ে চার শতাধিক কর্মী। ছিলেন মসজিদের কর্মচারী, মাদরাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

কঠোর নিরাপত্তার মধ্যে গণনার কাজ তদারকি করেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তায় ছিলেন সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রাও। শুধু দানবাক্স নয়, এবার প্রথমবারের মতো চালু করা হয় অনলাইনে দানের ব্যবস্থা।

অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এসেছে পাঁচ লাখেরও বেশি টাকা।

মাতৃভূমির খবর

Link copied!