রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:১২ পিএম
রামগঞ্জ উপজেলার উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্ভোদন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের জলাশয়ে ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। রামগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম জানান, ২০২৫ -২৬ অর্থবছরে মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
মাতৃভূমির খবর