শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

‘রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল’

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:০৫ পিএম

‘রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল’

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, প্রতি বুথে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারীর ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে এই তথ্য প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, আশা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে।

ইসির কর্মকর্তা বলেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে। এতে আইন সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, খাম ও ব্যালট ফরম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ ও প্রশিক্ষণসহ সব গুরুত্বপূর্ণ ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তপসিল ঘোষণা ও ভোটের সুনির্দিষ্ট তারিখ এতে উল্লেখ নেই।

মাতৃভূমির খবর

Link copied!