শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ইসি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৩৫ এএম

ইসি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে আজ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) কমিশনের বৈঠকে কর্মপরিকল্পনা অনুমোদনের পর আজ বৃহস্পতিবার এ রোডম্যাপ ঘোষণা করা হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক প্রতিটি কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে—আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র চূড়ান্ত, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন প্রস্তুতি। এছাড়া নির্বাচনি সামগ্রী সংগ্রহ ও ব্যালট–খাম মুদ্রণের সময়ও নির্ধারিত থাকবে। তবে রোডম্যাপে তপসিল ঘোষণা বা ভোটের তারিখ উল্লেখ করা হবে না।

বুধবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে, বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।”

ইসি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর থেকে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু হবে। ডিসেম্বর মাসে তপসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা মনে করছেন, রোডম্যাপ প্রকাশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মানুষের শঙ্কা কিছুটা হলেও দূর হবে।

মাতৃভূমির খবর

Link copied!