শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নির্বাচনে ভোট দিতে পারবে না সাকিব-মাশরাফি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১১:১৮ এএম

নির্বাচনে ভোট দিতে পারবে না সাকিব-মাশরাফি

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করলেও ২০২৪ সালের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এ সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। 

কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।

আসন্ন কোয়াবের নির্বাচনে থাকছে একাধিক পরিবর্তন। সাধারণ সম্পাদক পদ বিলীন করা হয়েছে। আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু। নতুন কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কোয়াবের ভোট গ্রহণ। 

তবে ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন জাগছে, কোয়াবের নির্বাচনে সাকিব-তামিম ভোট দিতে পারবেন কি না? 

কোয়াবের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটা করেননি সাকিব-মাশরাফি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার সুযোগ আর থাকছে না।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল রয়েছে সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। ৪ তারিখের কোয়াবের নির্বাচনে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন কি না সেই সংশয় থাকলেও অ্যাডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান, সিলেট থেকে ফিরেই ক্রিকেটাররা ভোট দেবেন।

কোয়াবের অনেক সদস্য নিজেদের দায়িত্ব পালনের কারণে সে সময় ঢাকা অবস্থান করবেন না। তবে তাদের জন্যও ভোট দেওয়ার সুযোগ রেখেছে সংস্থাটি। যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোটে অংশ নিতে পারবেন।

মাতৃভূমির খবর

Link copied!