শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
ঢাকা ও গাজীপুরে অভিযান

মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত রিপনসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:৩০ পিএম

মুন্সিগঞ্জের কুখ্যাত ডাকাত রিপনসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত শীর্ষ নৌ-ডাকাত রিপন ডাকাতসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-১১।

‎আজ ‎বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ভোররাতে রাজধানীর মতিঝিল থানার গাংচিল হোটেলে আনুমানিক রাত ২টার দিকে অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া এলাকার হারুন মেম্বরকে (৪৭)। এরপর একই দিন রাত ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে গ্রেফতার করা হয় জামিল উদ্দিন মাসুমকে (৪০)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে গাজীপুর সদর থানাধীন তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন–পিয়াস–রিপন বাহিনীর প্রধান রিপন ডাকাতকে (৪১) আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় দুইটি অস্ত্র মামলা, পাঁচটি ডাকাতি মামলা, পাঁচটি হত্যা ও হত্যা চেষ্টা মামলা, দুইটি চাঁদাবাজি মামলা, পাঁচটি চুরি মামলা, একটি মাদক মামলা এবং তিনটি অন্যান্য মামলা রয়েছে বলে জানা গেছে।

‎প্রসঙ্গত, সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন–পিয়াস–রিপন বাহিনীর সদস্যরা। প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য দ্রুতগতির ট্রলার নিয়ে ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে আসে এবং ককটেল ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ডাকাতরা ট্রলারযোগে চাঁদপুরের মতলবের দিকে সরে যায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন–পিয়াস–রিপন ও লালু বাহিনী দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও আশপাশের এলাকায় অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি এবং খুন-খারাবির সঙ্গে জড়িত। তাদের ভয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

‎‎এই ঘটনায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১১ ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে রিপন ডাকাতসহ তিনজনকে আটক করে। ‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!